13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকার গেণ্ডারিয়ার ঘুন্টিঘর বস্তিতে আগুন

admin
September 11, 2016 10:20 pm
Link Copied!

মো. আবুল হোসেন ॥ পুরান ঢাকার গে-ারিয়া রেল স্টেশনের উত্তর পাশের ঘুন্টিঘর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল পাঁচটার পর এ বস্তিতে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা বস্তির কেউ জানাতে পারেনি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু যে বস্তিতে আগুন লেগেছে সেই বস্তির একটি ঘরও ফায়ার সার্ভিস কর্মীরা রক্ষা করতে পারেনি। এই বস্তির ৫০/৬০টি ঘরই পুরে গেছে। শুধুমাত্র টিনগুলো ছড়ানো ছিটানো রয়েছে জমির ওপর।

এই বস্তির এক বাসিন্দা আব্দুল মাজেদ পাগলা নামে পরিচিত (ফুটপাতে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন) তিনি জানান, এই বস্তিগুলোর মালিক বাবু, বাদল, খোকন এরা রেলওয়ের কর্মচারি হওয়ার সুবাদে বস্তির ঘরগুলো তারা তৈরি করে দেয়।

প্রতিটি ঘর মাসিক ভাড়া হিসাবে ৭০০, ১০০০, ১৫০০, ২০০০ টাকা পর্যন্ত ভাড়া নেয় তারা। বস্তির জায়গাগুলো নাকি রেলওয়ে থেকে লীজ নেয় এই কর্মচারিরা। রেলওয়ের কর্মচারিরা কিভাবে রেলওয়ের জমি লীজ পায় তা কারো জানা নেই।

ক্ষয়ক্ষতির পরিমাণ : মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫/৬ লাখ টাকার মতো হবে বলে আব্দুল মজিদ পাগলা জানান।

http://www.anandalokfoundation.com/