মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ্বের নতুন পুখুর মেরামত করা হয় ।
উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া গ্রামের সেই পুকুরের পানিতে ডুবে ৯ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে।
এরপর ওই দিন সকাল ১০ টা৩০মিনিটের দিকে পুকুরের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম রিহান শেখ (৯)। তিনি ওই এলাকার রেজাউল শেখের প্রথম সন্তান। সরেজমিনে, ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে,সোমবার সকাল ১০.৩০ মিনিটের পর থেকে ওই প্রতিবন্ধী শিশুকে বাড়িতে দেখা মেলেনি।
এক পর্যায়ে পরিবারের সকলেই অনেক খোঁজখুজি করে। না পাওয়ার পর এলাকায় মাইকিং এর প্রস্তুতি নেয়া হয়। একপর্যায় সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করার পর ওই প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃতে্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা ও পারিবারিক সূত্রে বলেন, ছেলেটা একটু শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে সকালে একা একা গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় বলে আমরা জেনেছি। তবে পরিবারের মনে মানে না তাই হাসপাতালে নিয়েছিল এরপর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর ডাঃ তাকে মৃতে্যু ঘোষনা করেন ।