× Banner
সর্বশেষ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হতে মাটিরাঙায় সম্প্রীতি সভায় পার্বত্য উপদেষ্টার আহ্বান আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮ গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান অর্থনৈতিক সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান পার্বত্য উপদেষ্টার শত বছর সময় লাগলেও আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব -সালথা জামাত আমীর

ফরিদপুর প্রতিনিধি

পিআর পদ্ধতির দাবিতে সদরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সদরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বেপারী বাড়ির মোড়ে গণজমায়েতের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বর ও সদরপুর থানা অতিক্রম করে সদরপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা পাঁচ দফা দাবি তুলে ধরে-জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

গণজমায়েতে বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। তখন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ থাকবে না। তবে অতীতের ফ্যাসিবাদী কর্মকাণ্ডেরও বিচার করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন সদরপুর শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,ফরিদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদার,হাফেজ মুহাম্মদ কামাল বেপারী,হাফেজ মোক্তার হোসেন,মাওলানা রবিউল ইসলাম ভাসানী,মাওলানা রেজাউল করিমসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..