× Banner
সর্বশেষ
ভারত আবারও জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে উন্মোচিত করল সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর আমেরিকার সঙ্গে নয়, চীনের সাথে কৌশলগত সম্পর্ক পাকিস্তানের: খাজা আসিফ নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা

পাসের আগেই ডিগ্রি লেখেন যে চিকিৎসক

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় পাস না করেই ডিগ্রি লেখেন প্রতারক এক চিকিৎসক। তার নাম ডা. মামুন চৌধুরী রাজু। চেম্বার দিয়েছেন নরসিংদীর পলাশে তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালে। এভাবেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতারক চিকিৎসক। যাদের খোঁজ রাখেন না স্বয়ং কর্তৃপক্ষ। আর এদের হাতেই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে।

নিয়ম আছে এমডি কোর্স চলাকালীন কেউ চেম্বারে প্রাইভেট প্রাকটিস করতে পারে না। নিয়মনীতির তোয়াক্কা করেন না এই চিকিৎসক। আর বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

লোকজন সরল বিশ্বাসে এ ধরনের ডাক্তারের শরণাপন্ন হয়। ঝুঁকি থাকে ভুল চিকিৎসার। ডা. মামুন চৌধুরী রাজু এমডি কোর্স সম্পন্ন হয়নি। যেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচয় তিনি দিয়েছেন সেখানে যোগাযোগ করেন দ্যা নিউজের প্রতিবেদক। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বলেছেন তিনি এমডি কোর্স সম্পন্ন করেননি। সেই হিসেবে তার বিজনেস কার্ডে এমডি ডিগ্রি লেখা অনুচিত।

ডা. মামুন চৌধুরি রাজু সম্পর্কে খোজ নিয়ে জানা যায় তিনি আগামীতে এমডি পরীক্ষার ফাইনালে বসবেন। তার আগেই বিভিন্ন স্থানে তিনি এমডি সম্পন্নকারী একজন কিডনি রোগী বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..