× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের তালিকা ভুক্ত পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের উপ-সচিব (উপ-প্রকল্প পরিচালক) নারায়ন চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তর যশোর অঞ্চলের উর্দ্ধতন সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন, পাট অধিদপ্তর খুলনার মূখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ডুমুরিয়ার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান ও পাইকগাছা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র বাড়ই। কর্মশালায় উপজেলার ১শ জন কৃষক অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..