14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার আগস্ট 3, 2025
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় প্রচন্ড ভ্যাপসা গরমে বিপর্যস্থ জনজীবন

admin
April 9, 2016 10:32 pm
Link Copied!

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটায় তীব্র দাবদাহে প্রচন্ড ভ্যাপসা গরমে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে প্রকৃতি প্রদত্ত তাপমাত্রা। এতে গরমের কারণে মানুষের মাঝে নানা রোগবালাই উত্তোরত্তর বেড়েই চলেছে। বাড়ছে ক্লিনিক, হাসপাতালগুলোতে প্রচন্ড ভিড়। ডায়রিয়া, কলেরা, মাথা যন্ত্রণা রোগীর সংখ্যা অধিক। খেটে খাওয়া মানুষগুলো পড়ছেন বেশি বিপাকে। উপায়ন্তর না পেয়ে জীবন জীবিকা নির্বাহের কাজে নিয়োজিত মানুষগুলো সারা দিনের হাড় ভাঙা খাটুনিতে পড়ছেন অসুস্থ হয়ে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং যেন মড়ার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। একবার বিদ্যুৎ চলে গেলে সহজেই আর খোজ পাওয়া যায় না।

স্থানীয় স্কুল কলেজগুলোতে খোজ নিয়ে জানা যায়, প্রচন্ড ভ্যাপসা গরমের কারণে স্কুল, কলেজের শিক্ষার্থীর সংখ্যা তুলনামুলক কমে গেছে। কুমিরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাশ বলেন, শিক্ষার্থীদের না আসার কারণ অনুসন্ধানে পিতা মাতারা জানান, তাদের ছেলেমেয়েরা প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে। আবার বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী অতিরিক্ত গরমের ভেতর কষ্টদায়ক ক্লাস করায় তারা আরও বেশি অসুস্থ্য হয়ে পড়ছে। পাটকেলঘাটার হাট-বাজারগুলোতে দেখা গেছে প্রতিদিনের ন্যায় ভ্যাপসা গরমের কারণে মানুষের যাতায়াত অনেকটাই কমে গেছে। খুব একটা প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বের হচ্ছেন ন্।া প্রয়োজনের তাগিদে অনেকে বাড়ির বের হলেও দেখা যায়, সারাদিনের শ্রান্তি ক্লান্তি দূর করতে পথে ঘাটে একটু তৃষ্ণা মেটাতে ডাবের পানি, কখনও তরমুজ সহ নানা পানি জাতীয় ফল গ্রহণ করতে।

এদিকে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরম অনুভূত হচ্ছে।  আগামী ৩/৪ দিন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে, জনজীবনে স্বস্থি আসবে।

http://www.anandalokfoundation.com/