× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

পাটকেলঘাটায় দেশীয় গাব গাছটির অভাবনীয় ফলন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥   আমাদের দেশে সাধারণত ২ ধরনের গাব গাছ লক্ষ্য করা যায়। বিলিতি গাব ও চীনা গাব। গাব দুটোই পাকলে বেশ স্বাদের। বিশেষ করে শৈশব জীবনে স্কুলে যাওয়ার পথে এই গাবের স্মৃতি যেন ভোলার নয়।

একটুকরো চকের (খড়ি) বিনিময়ে পাওয়া যেত সামান্য একটু গাব। স্কুলে যাওয়ার পথে ছেলেবেলায় গাব খোটা ছিল অনেকটা নিত্যনৈত্তিক ঘটনা। কাচা থাকলেও খাওয়া যেত তবে পাকলে বেশ সুগন্ধ ও স্বাদের। দিনদিন সেটিও আজ বিলুপ্তের পথে। তবে বিলিতি গাব পাকলে বেশ খাওয়া যেতো। আর কাচা থাকতে সেটি মাছ মারার জালে (নেট) ব্যবহার করা হয়। কেননা জালটি দীর্ঘদিন মাছ ধরার উপযোগী রাখতে গাবের জাগ দেওয়ার কোনো বিকল্প নেই।জেলে পাড়ায় তাই গাবের ব্যবহার বেশ লক্ষ্যনীয়।

গতকাল পাটকেলঘাটার রাঢ়ীপাড়া গ্রামে একটি অভূতপূর্ব গাব গাছের দেখা মেলে। জেলেপাড়ার নিকটবর্তী গাছটিতে সেখানে যতটা না পাতা তার তিনগুণ ফলন। যেন ডালের পরতে পরতে গাব সাজিয়ে রয়েছে। যে যার মতো মালিক ছাড়াও গাবগুলো পেড়ে নিয়ে চলেছে আপন  ব্যবহারের কাজে। তাছাড়া গাব গাছের রয়েছে জানা অজানা নানা গুণ।


এ ক্যটাগরির আরো খবর..