× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

সুমন দত্ত

পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছরের পুরনো উপাসনালয় ভাঙচুর

SDutta
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
pakistan

নিউজ ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের ৭০ বছরের পুরনো একটি উপাসনালয় ভেঙে দিয়েছে পুলিশ। বুধবার এই সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এই তথ্য দিয়েছে। জামাত-ই-আহমদিয়া পাকিস্তান (জেএপি) এক বিবৃতিতে বলেছে, “চরমপন্থীদের চাপের মুখে পুলিশ কেবল ৭০ বছরের পুরনো আহমদিয়া উপাসনালয় ‘মেহরাব’ ভেঙে দেয়নি, বরং পাথর ভেঙে দুটি কবরেরও ক্ষতি করেছে।” মঙ্গলবার লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গুজরানওয়ালা জেলার বুটালা শর্ম সিং গ্রামে এই ঘটনা ঘটে। বিবৃতি অনুসারে, আহমদিয়া উপাসনালয় ভাঙার সময়, পুলিশ সংলগ্ন কবরস্থানে প্রবেশ করে এবং দুটি কবরের পাথর ভেঙে ফেলে, যার উপর শিলালিপি লেখা ছিল।

সংগঠনের মুখপাত্র আমির মাহমুদ এই ‘অবৈধ পদক্ষেপের’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে পুলিশ ‘অন্যায়ভাবে ৭০ বছরের পুরনো আহমদিয়া উপাসনালয়টি ভেঙে দিয়েছে’। তিনি বলেছেন যে, ধর্মবিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় স্থান রক্ষা করা পুলিশের কর্তব্য। মুখপাত্র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই ঘটনার তাৎক্ষণিক তদন্ত করে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যে, উপাসনালয় এবং আহমদী কবরস্থানের ক্ষতি করার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হোক।

অন্যদিকে, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে এলাকার আহমদীয়া সম্প্রদায়কে তাদের উপাসনালয়ের নামাজ ঘর এবং কবরের পাথর ভেঙে ফেলতে বলা হয়েছিল কারণ তাদের উপর ইসলামিক আয়াত লেখা ছিল। তিনি বলেন যে, এর বাইরেও, অনেক স্থানীয় মানুষ আহমদীয়া সম্প্রদায়ের উপাসনালয় এবং কবরস্থানে ইসলামিক আয়াত লেখার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কর্মকর্তা বলেন, “যখন আহমদীয় সম্প্রদায় আদেশ পালন করেনি, তখন পুলিশ নিজস্ব স্তরে ব্যবস্থা নেয়।” আহমদীয় সম্প্রদায় নিজেদের মুসলিম মনে করে কিন্তু ১৯৭৪ সালে পাকিস্তানের সংসদ এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..