খুলনার পাইকগাছায় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩ তম জম্ম জয়ন্তী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিনোধ বিহারি সাধু সংগঠনের উদ্যোগে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে মঙ্গলবার দুপরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ দিপংকর সাহা।সংবর্ধিত অতিথি ছিলেন রায় সাহেবের পৌত্র কলকাতা থেকে আগত গৌতম সাধু।প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,মেয়র সেলিম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও পুজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। এউপলক্ষে বনার্ঢ্যর্ র্যলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।