পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সমূহের ২০১৬-১৭ অর্থ বছরের হালনাগাকৃত দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ, লোকাল গভার্নেন্স প্রোগ্রাম শরিক প্রকল্প ও হেলভাটাস সুইস ইন্টারকোঅপারেশনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, লোকাল গভার্নেন্স প্রোগ্রাম শরিক প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর বিলকিস বেগম।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার ও গাজী জুনায়েদুর রহমান, উপজেলা প্রোকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাঈফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, শরিক পরিকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দা ফরিদা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার ফিরোজ আহম্মদ, নুসরাত জাহান, টিম লিডার মাঠ সহায়ক কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ।