পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় কমিউনিটি ক্লিনিক এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ও আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প)’র উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, মেডিকেল অফিসার ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ডাঃ মশিউর রহমান মুকুল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।
বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অনুপম বিশ্বাস, স্বপ্না ঘোষ, মোতালেব গাজী ও ¯প্রীং বাংলাদেশের জামাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন নার্গিস বানু।