× Banner
সর্বশেষ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ   বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি বিদেশি মদ ও কসমেটিক্স সমগ্রী আটক বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ চিংড়ী ব্যবসায়ী কে জরিমানা এবং পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।  বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি নিশ্চিত করা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন পর্যটন খাতে উন্নয়োন ও সেবা সহজীকরণ নিশ্চিতে মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

পিআইডি

পর্যটন খাতে উন্নয়োন ও সেবা সহজীকরণ নিশ্চিতে মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত এক বছরে দেশের পর্যটন খাতে টেকসই উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, গতিশীলতা আনয়ন ও সেবা আধুনিকীকরণ নিশ্চিত করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যটন দিবসকে “গ” থেকে “খ” শ্রেণিতে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে এ খাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিতকরণে পর্যটন নীতিমালা, ২০১০ সংশোধন ও হালনাগাদ করে ২০২৫ প্রণয়ন করা হয়েছে। নীতিমালার খসড়া প্রস্তুতের সময় অংশীজনদের মতামত গ্রহণের জন্য পরামর্শ সভা আয়োজন করা হয়েছে এবং পরবর্তীতে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে অধিকতর মতামত ও পর্যবেক্ষণ আহ্বান করা হচ্ছে।

ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ ও নিবন্ধন আইন, ২০১৩ এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ সংশোধন ও আধুনিকায়নের জন্য আইন ও বিধিমালায় অনলাইন ট্রাভেল এজেন্সির বিষয়টি স্পষ্টভাবে সন্নিবেশ করা হয়েছে। পাশাপাশি ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একটি পরিপত্র জারির প্রক্রিয়া চলমান রয়েছে যা শীঘ্রই প্রকাশিত হবে। রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে—গত অর্থবছরে ট্রাভেল এজেন্সি থেকে ৭.৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষমাত্রার বিপরীতে ১১০ শতাংশ। প্রতারণা ও দুর্নীতির সাথে সম্পৃক্ততা এবং অনলাইন ট্রাভেল এজেন্সি কর্তৃক টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ১৩টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে।

স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতিপর্যটনের বিরোপ প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি নিরাপদ হাওড় পর্যটন ও দায়িত্বশীল সমুদ্র পর্যটনের জন্য প্রাথমিক গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারণ করা হয়েছে। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে জাহাজের টিকেট বিক্রির প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়ার সিস্টেম যুক্ত করা হয়েছে।

পর্যটনসেবায় নিয়োজিত বিভিন্ন সেবাদানকারীর সক্রিয় সম্পৃক্ততা বিবেচনায় রেখে পর্যটনসহ সকল পর্যটন অংশীজনের জন্য একটি রঙিন ছবি সংবলিত আচরণবিধি (Code of Conduct) প্রণয়ন করা হয়েছে। এই আচরণবিধি পর্যটনসেবার মান, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং পর্যটন সংশ্লিষ্ট সকলের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করবে।

দেশব্যাপী পর্যটন সেবার সম্প্রসারণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ছয়টি জেলায় আঞ্চলিক অফিস স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বাগেরহাটে নতুন ‘পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন’ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক ইউনিটগুলোকে আরো স্বচ্ছ ও লাভজনক করতে ‘বিপণন কৌশল ২০২৫’ প্রণয়ন করা হয়েছে এবং শতভাগ অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য বিক্রিতে রশিদ বাধ্যতামূলক করা হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তরুণ প্রজন্মকে পর্যটনে সম্পৃক্ত করতে উদ্যোক্তা তৈরির সেমিনার, বেসক্যাম্প ট্রেনিং এবং পর্যটন ভলান্টিয়ার তৈরির কার্যক্রম চালু করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজারে ১০০ জন পর্যটন ভলান্টিয়ার গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ট্যুর অপারেটর ও গাইডদের দক্ষতা বাড়ানো হচ্ছে এবং শিল্প-অ্যাকাডেমিয়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যটনকে জনপ্রিয় করতে বিভিন্ন সাংস্কৃতিক ও খাদ্য উৎসব আয়োজন করা হয়েছে। ঢাকায় ‘টেস্ট অব বাংলাদেশ’ খাদ্য উৎসব ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা হয়েছে।

পর্যটন খাতের তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়নে ‘Tourism Satellite Account (TSA)’ প্রণয়নের কাজ চলছে। এটি চালু হলে পর্যটন সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া বোর্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশে ক্রীড়া পর্যটনের সূচনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..