× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

পরিচালকের সাথে তুমুল মারামারি অক্ষয় কুমারের

admin
হালনাগাদ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

কি কারনে  হঠাৎ রেগে গেলেন বলিউড খিলাড়ি । চিৎকার করতে করতে তারা একে অপরের দিকে ছুটে গেলেন। শুরু হয়ে গেল তুমুল মারামারি। অবশেষে পুলিশ এসে তাদের থামানোর চেষ্টা করলেন। শুটিং স্পটে সম্প্রতি মারামারি করলেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং পরিচালক রোহিত শেঠি।

রোহিতের পরবর্তী ছবি ‘সূর্যবংশী’ এর শুটিং চলছে। সেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার। প্রতিদিনের মতে এদিনও চলছিলো দৃশ্যধারণ। হঠাৎই দু’দিক থেকে দৌড়ে এলেন অক্ষয় ও রোহিত। ঝাঁপিয়ে পড়লেন একে অপরের উপর। তার পর কিল, ঘুসি, চড়… চলতে থাকল অনবরত।দু’জনকে থামাতে আশপাশ থেকে দৌড়ে এলেন বেশ কয়েকজন পুলিশ। ‘ফল আউট, ফল আউট’ বলে চিৎকার করতে করতে দু’জনেই পড়ে গেলেন মাটিতে।

কী হল হঠাৎ! কেন মারামারি শুরু করলেন অভিনেতা-পরিচালক? জানা গেল অক্ষয়ের পোস্ট থেকেই। জানালেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। কিছু দিন আগে জনপ্রিয় এক ওয়েবসাইট ‘ব্রেকিং নিউজ’ তকমা লাগিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের মুল বক্তব্য, ‘সূর্যবংশী’র শুট চলাকালীন অক্ষয় আর রোহিতের মধ্যে বেজায় মনোমালিন্য হয়েছে। দু’জনের মধ্যে কথাও বন্ধ। সহযোগী পরিচালকের মাধ্যমেই একে অন্যের সঙ্গে কথা বলেন।

কিন্তু পুরো ব্যাপারটাই যে একেবারে ভুল, কিছুই হয়নি রোহিত এবং অক্ষয়ের মধ্যে তা প্রমাণ করতেই এ রকম ‘ব্যঙ্গাত্মক’ ভিডিওর আশ্রয় নিয়েছে টিম ‘সূর্যবংশী’। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত হেডলাইনটি অতি নাটকীয়ভাবে পড়ছেন ক্যাটরিনা।

এর পরই ক্যামেরার ফোকাস ঘুরে যায় অক্ষয় আর রোহিতের দিকে। প্রতিবেদনের হেডলাইনে ‘ফল আউট’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আর সেই শব্দকেই খানিকটা উপহাস করেই বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে বলতে শোনা গেল, ‘লড়না পড়েগা, লড়না পড়েগা…উই হ্যাড আ ফলআউট।’


এ ক্যটাগরির আরো খবর..