পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ না করলে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন জায়গায় লংমার্চের ঘোষণা করেছে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)।
প্রধান মাওলানা ফজলুর রেহমান সোমবার (১৪ ডিসেম্বর) প্রধান বিরোধী দলগুলোর জোট পিডিএম এই কর্মসূচি সম্পর্কে জানান। তিনি বলেন, ইসলামাবাদ অভিমুখে ফেব্রুয়ারির শুরুর দিকে লংমার্চ করবে তারা। আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের এমপিরা পদত্যাগপত্র নিয়ে আসবেন বলে জানান।
এর আগে, রবিবার (১৩ ডিসেম্বর) নিজেদের দাবির পক্ষে লাহোর শহরে বিশাল সমাবেশ করে বিরোধীদের ১১ দলীয় জোট। পিডিএম জোটের অন্যতম দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সমর্থকদের ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।