13yercelebration
ঢাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮ ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা 

নিউজ ডেক্স
January 6, 2022 3:14 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রর্থী বিজয়ী হয়েছেন। দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে মধ্যে ৮ টিতে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি ২টি ইউনিয়নে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেবীগঞ্জে উপজেলার আটটি ইউনিয়নের চারটিতে নৌকা, দুটিতে জামায়াত সমর্থিত ও দুটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত কন্ট্রোল রুম থেকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এরশাদুল হক মিয়া।
ঘোষিত ফলাফলে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৪,৬৩২ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ওয়াজেদ আলী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩,১২৬ ভোট।
পামুলী ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনিভুষণ রায় নৌকা প্রতীক নিয়ে ৩,৭৩১ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান আনারস প্রতীক নিয়ে ৩,১২৩ ভোট পেয়েছেন।
দন্ডপাল ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আজগর আলী নৌকা প্রতীক নিয়ে ৪,৯১৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জামেদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৪,৮৪২ ভোট পেয়েছেন।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রহমান সরকার নৌকা প্রতীক নিয়ে ৭,২১৯ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার বসুনিয়া ঘোড়া প্রতীক নিয়ে ৬,৬১০ ভোট পেয়েছেন।
শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. ফরিদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৪,৬৪৪ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আসাদুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে  ২,০৮৩ ভোট পেয়েছেন।
সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদ পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম ঘোড়া প্রতীক নিয়ে ৬,৭৫১ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পরেশ চন্দ্র রায় সরকার নৌকা প্রতীক নিয়ে ৬,২৯৩ ভোট পেয়েছেন।
সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৩,৫০৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. ইব্রাহিম খলিল নৌকা প্রতীক নিয়ে ২,৮২১ ভোট পেয়েছেন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদ পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীক নিয়ে  ৫,৩৩৯ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম নৌকা প্রতীক নিয়ে ৩,৮৯৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৫, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৮ এবং সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭৭৩ এবং নারী ভোটার ৬৮ হাজার ৯৯৫ জন। ৭২টি ভোট কেন্দ্রে এসব ভোটারদের ভোটগ্রহণ করা হয়।
http://www.anandalokfoundation.com/