× Banner

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন

পঞ্চগড় সরকারী মহিলা কলেজে মো. দেলোয়ার হোসেন প্রধানকে অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে।
এসময় সাধারণ শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষর মো. দেলোয়ার হোসেন প্রধান এর আগে মকবুলার সরকারি কলেজে অধ্যক্ষ থাকা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম করায় তাঁকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলী করা হয়। হঠাৎ করে তাকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অনিয়ম কারি অধ্যক্ষের পদায়ন প্রত্যাহারের দাবী করেন শিক্ষার্থীরা। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারী সাধারণ শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..