পঞ্চগড়ের বোদায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোদা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ পঞ্চগড়-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ প্রার্থী সফিউল্লাহ সুফি, মাওলানা আশরাফুল আলম, প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত কর। বর্তমান সরকারের আমলের সব ধরনের জুলুম, হত্যাকাণ্ড এবং দুর্নীতির দৃশ্যমান বিচার কর। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা গণদাবী তুলে ধরনে।