× Banner

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

পঞ্চগড়ের বোদায় হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নুরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং ৮ নং বোদা ও ৬ নং মাড়েয়া ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর হামলাকারী কিশোর গ্যাং এর লিডার মাহাবুর রহমান ও রমজান সহ সকল হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ যে, গত শনিবার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নূরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর সন্ত্রাসী কায়দায় নির্মম হামলা করেন দুর্বৃত্তরা। এসময় শিক্ষক মো. আতিকুর রহমান গুরুতরভাবে যখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


এ ক্যটাগরির আরো খবর..