14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে মানিক নামে এক গরু ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা গরু আনতে ভারতে গেলে বিএসএফ তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে। নিহত মানিক হোসেন (৩০) উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আইবুল হক জানান, গতকাল শনিবার সকালে ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর এলাকায় করতোয়া নদীতে স্থানীয়রা বালু তুলতে গেলে লাশটি ভাসতে দেখে। তারা কাছে গিয়ে লাশটির পরিচয় শনাক্ত পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
তিনি আরো জানান, মৃত মানিক হোসেন পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন এবং মাঝে মাঝে চোরাচালানের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত ব্যক্তি গত চারদিন থেকে নিখোজ ছিলেন। চারদিন আগে বিএসএফ এবং বিজিপির পতাকা বৈঠকে মৃত ব্যক্তির অবস্থান জানতে চাইলে উভয় পক্ষেই কোনো তথ্য দিতে পারেনি। স্থানীয় শ্রমিকদের মতে ভেসে আসা লাশের গলায় গাছের শিকড় দিয়ে বাধা ছিলো।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
http://www.anandalokfoundation.com/