বিশেষ প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিউলি আক্তার নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় দেবর মো. হাছানকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের দরফপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিউলি আক্তার ওই গ্রামের কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির আব্বাস উদ্দিনের স্ত্রী। আটক হাছান একই বাড়ির জালাল আহমদের ছেলে ও নিহত লিলির দেবর।
জানা গেছে, সকালে সিএনজি চালিত অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যান আব্বাস। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা আব্বাসের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন হাছান ধারালো অস্ত্র দিয়ে তার ভাবী লিলির গলা কাটছেন। স্থানীয়রা হাছানকে আটক করে থানায় খবর দেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও হাছানকে আটক করে।