ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে (বুধবার) ১০০টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
এসময় ১৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং অপেক্ষমান রয়েছে ১০টি আবেদন। কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের প্রার্থী মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।