13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রচারের সময় গুলি, আ. লীগকর্মী নিহত

admin
May 6, 2016 10:29 am
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের সময় দুর্বৃত্তদের গুলিতে নূর এলাহী জুয়েল (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নূর এলাহী জুয়েলের বাড়ি ইউনিয়নের মুহুরীহাট এলাকায়। তাঁর বাবার নাম শেখ আহমদ।  ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হামিদ জানান, গতকাল রাতে মির্জাপুর ইউনিয়নে মোটরসাইকেল করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জুয়েল। এ সময় দুর্বৃত্তরা সামনের দিক থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাঁর পেছনে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

চমেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের বুকে গুলি লেগেছে। রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

আগামীকাল শনিবার চতুর্থ ধাপে মির্জাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর দেড় দিন আগে গুলিতে আওয়ামী লীগের কর্মী নিহত হলেন।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নূরুল আফসার বলেন, এ ঘটনার জন্য বিএনপি-জামায়াত দায়ী।

অপরদিকে ইউনিয়নে বিএনপির প্রার্থী রহিম উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

http://www.anandalokfoundation.com/