× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

নিবন্ধিত দলের প্রতীকে অনিবন্ধিত দল নির্বাচন করতে পারবে

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

একদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এতে আইনগত বাধা নেই। কমিশন সচিব আরও বলেন, যেসব ব্যানার, পোস্টার ব্যবহার করা হয়েছ তা আগামী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হেলালুদ্দীন আহমদ আরও জানান, আগামী রোববার থেকে অনলাআইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। এদিকে, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  এছাড়া ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..