× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

নিউট্রন স্টার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি: নতুন ধরনের এক নক্ষত্র আবিষ্কার করলেন জোসলিন বেল এবং অ্যান্টনি হিউয়িশ নামে দুই জ্যোতির্বিদ। সূর্যের মতো সাধারণ নক্ষত্রে সাধারণত ইলেকট্রন এবং প্রোটন, তার সঙ্গে কিছু নিউট্রন মৌলিক উপদান হিসেবে থাকে। নতুন এই নক্ষত্রে তা নেই। ইলেক্ট্রন আর প্রোটন শূন্য এই প্রায় পুরোটাই নিউট্রনে ভরা। তাই এর নাম দেয়া হলো নিউট্রন তারা।

বিজ্ঞানীরা অবশ্য আগে থেকেই জানতেন, এ ধরনের তারার অস্তিত্ব মহাকাশে আছে। সত্যি বলতে কি, এই তারাও একময় সাধারণ তারাই ছিল। কিন্তু আয়ুষ্কালের শেষ পর্যায়ে গেলে তারা জরাগ্রস্ত দশায় চলে যায়। এ অবস্থায় তারা থেকে দৃশ্যমান আলো বের হয় না বললেই হয়। বের হয় আরো লম্বা তরঙ্গ দৈর্ঘের আলোক তরঙ্গ। রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গের সঙ্কেতের সূত্র ধরেই নিউট্রন তারা প্রথম শনাক্ত করলেন বেল আর হিউয়িশ।

সূর্য থেকে পৃথিবীতে আলো আসে নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু নিউট্রন তারা থেকে রেডিও তরঙ্গ নির্বিচ্ছিন্নভাবে আসে না। আসে ঘুরে ঘুরে। বিমানবন্দরে সার্চলাইট কিংবা ঘুরন্ত টর্চের মতো। ঘুরতে ঘুরতে যখন আলো আমাদের গায়ে এসে পড়বে তখন আমরা দেখতে পাব, নইলে নয়। অর্থাৎ নিউট্রন তারার রেডিও সংকেত পাবো ঝলকে ঝলকে। ঝলকের ইংরেজি হলো ‘পালস’। তাই নিউট্রন তারার নাম দেয়া হলো পালসার।

১৯৭৪ সাল। এই বছরই হিউয়িশ নোবেল পেয়েছেন। জ্যোতির্বিদ জোসেফ টেলর তখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাসেল হালস নামে এক ছাত্র তখন ডিগ্রি টেলরের অধীনে পিএইচডি করছেন। টেলরের তত্ত্ববধানে হালস গবেষণা করছিলেন পালসারদের নিয়ে। মোট ৫০ টা পালসার খুঁজে বের করলেন তারা। এগুলো মধ্যে দশটা বাদে সবকটাই নতুন। এই ৫০টিকে নিয়ে বিস্তারিত গবেষণা তারা অবাক হয়ে দেখরে, এদের মধ্যে একটির চরিত্র খুব অদ্ভুত। সেই তারাটির নাম পিএসআর ১৯১৩+১৬।

সাধারণ পালসার থেকে যে ঝলক আসে, তা একেবারে ঘড়ির কাঁটা মেপে নির্দিষ্ট সময় পর পর। ১৯১৩+১৬ ক্ষেত্রে এ ধারা ব্যতিক্রম হচ্ছে। এর পরপর দুটি ঝলকের মধ্যে গড় ব্যবধান ৫৯ মিলিসেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে ১৬.৯৪টি ঝলক আসার কথা। কিন্তু সমস্যা হচ্ছে ঝলকগুলো ঠিক ৫৯ মিলিসেকেন্ড অন্তর আসছে না। কখনও দেরি হচ্ছে, কখনও আসছে খুব তাড়াতাড়ি। পরপর দুটি ঝলকের মধ্যে সময়ের ব্যবধান কত হচ্ছে তার হিসেব কষতে বসলেন হালস ও টেলর। হিসাব থেকে, এই ব্যবধান ০.০৮ মিলিসেকেন্ড পর্যন্ত কমছে-বাড়ছে। খুব সামান্য  মনে হয়, কিন্তু অন্য কোনো পালসারে যে এই সামান্য ব্যাপারটাও ঘটে না!

হালস-টেলর আরো সুক্ষ্মভাবে পরীক্ষা করে দেখলেন, এই ঝলকের আসার মধ্যে যে সময়ের ব্যবধান ঘটছে তা মোটেও এলোমেলো নয়। বরং একটা নির্দিষ্ট সময় পর পর সময়ের ব্যাবধান ঘটছে। ঠিক এই মুহূর্তে যদি পরপর দুটো ঝলকের মধ্যে সময়ের ব্যবধান সবচেয়ে কম হয়, তাহলে আবার পৌনে আট ঘন্টা পরে একই অবস্থা হবে। এ থেকে হালস আর টেলর সিদ্ধান্তে এলেন, এ তারাটি মহাকাশে ঠিক একা নয়। আরেটা সঙ্গীর সাথে সে ঘুরপাক খাচ্ছে। চলতে চলতে যখন পৃথিবীর দিকে এগিয়ে আসছে তারাটা, তখন একটি ঝলকের পরে দ্বিতীয় ঝলকটি বেরুতে বেরুতে পৃথিবীর একটু কাছে চলে আসছে, তাই পরের ঝলকটিকে পৃথিবীতে পৌছাতে কম কম দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাই আগেরটার তুলনায় পরের ঝলকটার পৃথিবীতে আসতে সময় কম লাগছে। ফলে দুটো ঝলকের মধ্যে সময় ব্যাবধান ঘটছে। যখন দূরের দিকে যাচ্ছে, তখন পরপর দুটো ঝলকের মধ্যে দৈর্ঘ দূরত্ব বেড়ে যাচ্ছে। তাই আগেরটার তুলনায় পরেরটা পৃথিবীতে আসতে বেশি সময় নিচ্ছে।

দুটি ঝলকের মধ্যে সময়ের পার্থক্য থেকে নক্ষত্রটার গতিবেগ বের করা সম্ভব হলো। সেকেন্ডে ৪০০ কিলোমিটার। যেহেতু আট ঘণ্টা পর পর একই সময় ব্যবধানের দু’টো ঝলক দেখা যায়, তাই ধরে নেয়া যায় এই পালসার আট ঘন্টায় তার কক্ষপথ একবার অতিক্রম করছে। সুতারাং এর গতিবেগ থেকে হিসাব করলেই বেরিয়ে আসে, এর কক্ষপথের দৈর্ঘ প্রায় ১ কোটি কিলোমিটার।

পৃথিবীর সাথে এই পালসার দুটোর চলার পথের তুলনা করা যাক। এদের চলার পথ যদি বৃত্তাকার হত, তবে দুই সঙ্গীর মধ্যে দুরত্ব হত, ১৮ লক্ষ কিলোমিটার। কিন্তু এর চলার পথ বৃত্তাকারও নয়। উপবৃত্তাকারও নয়। বরং বেশ লম্বাটে। সূর্যকে ঘিরে পৃথিবীর যে কক্ষপথ তার সাথে এই পালসার দুটোর চলার পথের সবচেয়ে বড় পার্থক্য। বড় আরেকটা পার্থক্য আছে। পৃথিবীর ভর সূর্যের হাজার ভাগের এক ভাগও নয়। বরং পিসআর ১৯১৩+১৬ এর ঝলক তারটির ঝলক তারাটার বৈশিষ্ট্য প্রমাণ করে, এর সঙ্গীটাও প্রায় সমান ভারী। দুটোরই ভর সূর্যের ভরের মোটামুটি দেড়গুণ। তবে সঙ্গীটিকে অমাবশ্যার চাঁদই বলা যায়। ধারণা করা হলো, সেটাও একটা নিউটন তারা। তবে তার ঝলক নেই।

এখন কথা হচ্ছে এই দুই নক্ষত্রের কে কাকে প্রদক্ষিণ করছে? যেহেতু দুটোরই ভর সমান, তাই কে কাকে কেন্দ্র করে ঘুরছে এ প্রশ্ন অবান্তর। বরং বলা যায় উভয়ই উভয়কে কেন্দ্র করে ঘুরছে। সুতরাং এরা যুগ্ম তারা।

বুধগ্রহের ওপর সূর্যের আকর্ষণ বল অন্য গ্রহের তুলনায় বেশি। তাই বুধ-সূর্যের মহাকর্ষ বলের পরিমাপ করতে গেলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে হিসাব করা যায় না। করতে হয় আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব থেকে।

সূর্য থেকে বুধের দুরত্ব ৬ কোটি কিলোমিটার। পিসআর ১৯১৩+১৬ পালসারের যুগ্ম তারার ভেতর দুরত্ব এর অনেক কম। প্রায় ৩০ ভাগের একভাগ। সুতরাং কাছাকাছি থাকায় তাদের ভেতর মহাকর্ষ টানের পরিমাণও অনেক অনেক বেশি। তাছাড়া, বুধের চেয়ে এই তারাগুলো অনেক অনেক ভারী, সে জন্যও মহাকর্ষ টানও অনেক বেশি জোরালো হবে। সুতরাং এখানেও নিউটনের সূত্র অচল। আইনস্টাইনেই তাই ভরসা রাখতে হচ্ছে।

ম্যাক্সওয়েল যখন বিদ্যুৎ আর চুম্বকের সমন্বয় ঘটালেন, তখন দেখা গেল, কোনো চার্জ যদি চলতে চলতে গতি বদলায়, তা হলে তা থেকে বেরিয়ে আসে তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। তেমনি, আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্বেও বলা হয়েছে, পরস্পরকে আকর্ষণ করা ভারী বস্তু দুটোর একটা যদি গতি বদলায়, তা থেকে মহাকর্ষ তরঙ্গ বেরিয়ে আসবে।

গতি বদল মানে কিন্তু শুধু গতির হেরফের হওয়া নয়। গতির দিক পরিবর্তন হলেও মহাকর্ষ তরঙ্গ ছড়াবে। সূর্যের চারপাশে ঘোরার সময় পৃথিবীর গতিবেগও বদলাচ্ছে, সেখান থেকেও বেরচ্ছে ঢেউ। কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে সেটা আমরা ধরতে পারছি না। পিসআর ১৯১৩+১৬ পালসারের যুগ্ম তারার ক্ষেত্রে মহাকর্ষের টান অনেক শক্তিশালী বলে নির্গত মহাকর্ষ তরঙ্গও অনেক শক্তিশালী হবে। তাদের প্রভাব হবে অনেক বেশি স্পষ্ট হবে।


এ ক্যটাগরির আরো খবর..