আগৈলঝাড়ার ধর্ষণ মামলার আসামীকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধু একা বাড়ি থাকায় চলতি বছরের ৩ অক্টোবর বিকেলে তিন বখাটে ওই গৃহবধুর ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধুর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকেরা পালিয়ে যায়।
এর আগে দীর্ঘদিন যাবত ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল ওই গ্রামের সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার, শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাসহ তার অপর এক সঙ্গি।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে পরদিন ৪ অক্টোবর তিন জনকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় ওই মামলার আসামী আব্দুল্লাহ সরদারকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল্লাহকে রবিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ৫অক্টোবর ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল পুলিশ।