× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলা উপ-নির্বাচন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

নাটোর প্রতিনিধি ॥ নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে।

সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সফিক বিএনপি সমর্থিত ফয়েজুন্নেছা, ওয়ার্কাস পাটির মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলনের আজিজুর রহমান। গত ২৩ আগস্ট এই উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪শ’ ৭৩ জন। অপরদিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা গত ১৪ আগস্ট মৃত্যুবরণ করায় এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটারের সংখ্যা ১লক্ষ ৪৯ হাজার ৩শ’ ৫৪জন।

শূণ্য এ আসনে বিএনপি মনোনীত যুবদল নেতা মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি আলাল শেখ, শ্রমিকলীগ সম্পাদক এস.এম নজরুল ইসলাম এবং আওয়ামীলীগ কর্মী হাফিজুল ইসলাম ভিখারী, মোট ৫ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ দুটি উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রনে রাখতে বিপুল সংখ্যক বিজিবি র‌্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার বিডিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিয়োজিত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..