13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শ্রেষ্ঠ বাংলাদেশ

Rai Kishori
April 9, 2019 9:41 pm
Link Copied!

নাইজেরিয়ায় কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা (Dr. Okechukwu Enyinna Enelema) ২৯ মার্চ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে নানাবিধ রপ্তানি পণ্য স্থান পায়। বাণিজ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক আবিদু ইয়াজিদ ওওএন ( Abidu Yazid, OON) ৭ এপ্রিল সমাপনী দিনে বাংলাদেশ স্টলকে ‘শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’ (Best Foreign Participant) হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশীকাঁথা ইত্যাদি স্থান পায়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

http://www.anandalokfoundation.com/