13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ব্যবহারে আজারবাইজানের প্রস্তাব

Rai Kishori
June 19, 2019 11:13 pm
Link Copied!

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):  নয়াদিল্লীস্থ বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ (Dr. Ashraf Shikhaliyev) আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি) ব্যবহারের প্রস্তাব দেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে রাষ্ট্রদূতকে জানান।

আইএনএসটিসি ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার সঙ্গে মধ্য এশিয়ার মধ্যবর্তী মালবাহী জাহাজের জন্য একটি জাহাজ, রেল ও সড়ক রুটের মাল্টি-মোড নেটওয়ার্ক যুক্ত। এ রুটের দৈর্ঘ্য ৭ হাজার ২০০ কিলোমিটার। ইউরোপের অনেক দেশ এ জাহাজ, রেল ও সড়ক দিয়ে ভারত, ইরান, আজারবাইজান ও রাশিয়া থেকে মালবাহী জাহাজ পরিচালনা করে। এ করিডোরের উদ্দেশ্য মুম্বাই, মস্কো, তেহরান, বাকু, বন্দর আব্বাস, আস্ট্রকান, বন্দর আনজালী প্রভৃতি প্রধান শহরগুলোর মধ্যে বাণিজ্যসংযোগ বৃদ্ধি করা।

http://www.anandalokfoundation.com/