আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানী জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বা। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে মোদিকে হত্যা করতে গেল মাসে অন্তত চার জন লস্কর-ই- তৈয়বার জঙ্গিসদস্য পাকিস্তান থেকে জম্মু-কাশ্মীর হয়ে ভারতে প্রবেশ করেছে এমন তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে।
জঙ্গিদের ধরতে চলছে দিল্লী পুলিশের সাঁড়াশি অভিযান। জঙ্গিরা দিল্লীতে মোদির সমাবেশে প্যারিসের মতো বড় ধরনের আত্মঘাতী বোমা হামলা চালানোর এবং বেশ কিছু রাজনৈতিক নেতা হত্যার পরিকল্পনা করছিল।