নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮৪টি ও পৌরসভায় ৯টি মিলে ৯৩টি পূজার মন্ডপে বছর ঘুরে আবারো সনাতন ধর্মাবলম্বী হিন্দু স¤প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি ইতিমধ্যে জোরেশোরে শুরু হয়েছে।
আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই। আর কদিন পরেই বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী শোর সকলের মাঝে বিরাজ করছে। প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন করার জন্য দিনরাত নিরবিছিন্নভাবে কাজ করছেন প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত মৃৎ শিল্পীরা।
আগামী ২/৩ দিনের মধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ করে রং তুলির আছড়ে সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন প্রতিমা শিল্পী সঞ্জিত পাল। তারপর মন্ডপ সাজসজ্জার কাজ শেষ করলেই উৎসবের আমেজে মেতে উঠবেন সবাই। তাই শারদীয় এ দুর্গা পুজাকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলাসহ সবকটি উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা এবং শহরজুড়ে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে।
আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও। এ আনন্দকে আরো পরিপূর্ন করে তোলতে প্রতিমা কারিগরগন দিনরাত কাজ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুজা শুরুর আগেই শেষ করতে হবে তাদেও সকল সুন্দর্য্যরে কাজ। মুর্তির কাজ শেষ করে রং তুলির আছড়ে শেষ প্রস্তুতি সম্পন্নের কাজ ইতিমধ্যে শুরু করছেন তারা।
শাস্ত্রমতে জানাযায়, এ বছর দেবী গজে আগমন এবং দোলায় গমন করবেন ফল শষ্যপূর্ণ বসুন্ধরা। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য। সারা দেশের ন্যায় এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৮৪টি এবং পৌরসভায় ৯টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হবে।
প্রত্যেক পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডপে স্থপন করা হয়েছে সিসি টিভির ব্যবস্থা।
ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন আসন্ন শারদীয় দুর্গাপুজায় যথাযথভাবে শান্তি শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা বজার রাখতে গত ১৭ সেপ্টেম্বর বুধবার বিশেষ আইন শৃঙ্খলা সভাসহ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন। এছাড়া নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে ও বিশেষ আইন শৃংখলা সভা করা হয়েছে। নবীগঞ্জ উপজেরা পুজা উদযাপন পরিষদ সকল মন্ডপের পুজারীদের নিয়ে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রস্তুতি সভা আহবান করছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, ধর্ম যার যার,উৎসবের আনন্দ সবার। উৎসব উপলক্ষ্যে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে বলে আমি আশা করি। নবীগঞ্জ উপজেলার মোাট ৯৩টি পূজা মন্ডপে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু ঝুকিপূর্ন মন্ডপসহ সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন,পুলিশসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করি।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়নের পুজারীদের নিয়ে প্রস্তুতি সভা করেছি এবং সকল ধর্মেও মানুষের সমন্বয়ে একটি কমিটিও করে দিয়েছি। প্রতিটি পুজা মন্ডপে ৬ জন আনসার এবং ঝুকিপূর্ন মন্ডপে ৮ জন আসনার সার্বক্ষনিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশের টীম ও বিশেষ টীম সার্বিকবাবে দায়িত্ব পালন করবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পুজা সুষ্টভাবে পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন গত ১৭ সেপ্টেম্বর উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলার প্রস্তুতিসভা করা হয়েছে । দূর্গাপুজা উপলক্ষ্যে সরকারী বরাদ্দ সবকটি পুজামন্ডপের কমিটির রোকজনের কাছে আগামীকাল বিতরন করা হবে।
আগামী ২৮শে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে এবং বৃস্পতিবার মহা বিজয়া দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে। এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করেছে।