× Banner
সর্বশেষ
বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইইউটি-ডেভকন জেভি এর মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরনদীতে পিস্তল সহ যুবক আটক এশিয়া কাপ ফাইনালে যদি বৃষ্টিতে ভেস্তে যায় নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে -সুপ্রদীপ চাকমা ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার -১ ফরিদপুরে বিকালে সাংবাদিককে শ্রমিকদল ও যুবদল নেতার হুমকি, রাতে ক্ষমা প্রার্থনা ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই মহাদেব গাছতলায় ৩ দিনব্যাপী বার্ষিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম কীর্তন অনুষ্টিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই মহাদেব গাছতলায় ৩ দিনব্যাপী ১২ তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম কীর্তন গতকাল বৃহস্পতিবার অনুস্টিত হয়েছে।

অনুষ্টানমালায় কীর্তন পরিবেশন করেন ভারতের বিখ্যাত কীর্তনীয়া দল মিতা মন্ডলসহ অন্যান কীর্তনীয়া দল। কীর্তন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাশের সভাপতিত্বে এবং সাধরন সম্পাদক দিবাকর দাশ দিলুর পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, বাসদ নেতা চৌধুরী মোহাম্মদ ফয়সল শোয়েব,ব্যবসায়ী উত্তম রায়,এস আই পলাশ দাশ,ইউপি সদস্য  অলিউর রহমান,মহিলা সদস্য আছিয়া বেগম,সাবেক ইউপি সদস্য মোঃ মনর মিয়া,শিক্ষক সুবিনয় দাশ,যুবলীগ নেতা লেবু আহমদ জেবু,ইয়াওর মিয়া,ব্যবসায়ী লিটন চন্দ্র রায়,বানীপদ রায়,বাজীব কুমার রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উৎসব কমিটির সহ-সভাপতি বিন্দু ভ’ষন রায়,রঘু চন্দ্র রায়,আরু চন্দ্র রায়,জ্ঞানেন্দ্র দাশ,বাবুল শব্দকর,সহ-সাধারন সম্পাদক লিটন রায়,ক্ষিতিশ নমসুদ্র,কবীন্দ্র নমসুদ্র,সাংগঠনিক সম্পাদক অকিল বৈদ্য,রতন সরকার,সত্য রঞ্জন রায়,প্রচার সম্পাদক সন্টু রায়,রঞ্জিত নমসুদ্র,অর্থ সম্পাদক মিন্টু বৈদ্য,সহ-অর্থ সম্পাদক কুটন রায়,পরিমল দাশ বিকলেশ রায়,সুবীর দাশ,সুশীল দাশ,উমা রানী রায়,সাজসজ্বা সম্পাদক মান্না রায়,সমীরন দাশ,উত্তম দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে অতিথি উপজেলা চেয়ারম্যান এডবোকেট আলমগীর চৌধুরী ভৈরবগাছ তলায় ঘর নির্মান ও উন্নয়নের ২ লক্ষ টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।  শুক্রবার সকালে দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।


এ ক্যটাগরির আরো খবর..