× Banner

উত্তম কুমার পাল  হিমেল,স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে ব্যাংক ওটিপির’র প্রতারণা, এক গ্রাহকের ৪৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ব্যাংক ওটিপির’র প্রতারণা

ব্যাংক ওটিপির’র প্রতারণা, নবীগঞ্জে ব্যাংক ওটিপি’র ফাঁদে ফেলে এক গ্রাহকের কাছ থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাতনামা প্রতারক। ভুক্তভোগী গ্রাহক নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুরের জলিখা বেগম।
জানা গেছে, গত ২০ আগস্ট (বুধবার) বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা নম্বর ০১৩৩৭-১৫০৩৩১ থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি একজন ব্যাংক কর্মকর্তা এবং ভুক্তভোগীর প্রাইম ব্যাংক একাউন্টে ১৫ হাজার টাকা জমা হবে।
পরবর্তীতে প্রতারক ওটিপি চেয়ে ভুক্তভোগীর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে ৪৬ হাজার টাকা নিজের নামে স্থানান্তর করে। একপর্যায়ে প্রতারকরা সমস্ত নম্বর বন্ধ করে দেন।
এই ঘটনায় জলিখা বেগম নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..