উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সদর ৮ নং ইউনিয়নের গুজাখাইড় সংলগ্ন রাজনপুর গ্রামে বাকীর ১ শত ৬৫ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলা ও দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী গ্রাম্য পুলিশ গিরিন্দ্র সরকার(৫৬) গুরুতর আহত ।
শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সদর ইউনিয়নের গুজাখাইড় রাজনপুরে এ ঘটনাটি ঘটে। দোকান ঘরে দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত মছব্বির মিয়ার পুত্র জালাল মিয়া গুজাখাইড় রাজনপুর গ্রামের গিরিন্দ্র সরকারের দোকান থেকে ১ শত ৬৫ টাকা বাকী রেখে প্রয়োজনীয় জিনিষ ক্রয় করেন। দীর্ঘদিন অতিবাহিত হলে ও গিরিন্দ্র সরকারের দোকান বাকীর টাকা পাওনা রয়ে যায়। গত শুক্রবার ২৫ ডিসেম্বর জালাল মিয়া দোকানে আসলে গিরিন্দ্রি সরকার বাকী পাওনা টাকা চাইলে উত্তেজিত হয়ে লোকজন নিয়ে এসে গ্রাম পুলিশ ব্যবসায়ী গিরিন্দ্র সরকারের উপর হামলা চালায়।
এ সময় গিরিন্দ্র সরকারের দোকানঘর ভাংচুর করা হয়। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে জালাল মিয়া ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ব্যবসায়ী গিরিন্দ্র সরকার জানান দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।