13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে উইমেন্স কলেজের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন

admin
August 11, 2016 11:17 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে: সন্ত্রাস নয় শান্তি চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের আয়োজনে দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ উক্ত কলেজের সামনে মানব বন্ধন অনুষ্টিত হয়। কলেজের অধ্যক্ষ আঃ হাই এর সভাপতিত্বে ও প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এর পরিচালনায় অনুষ্টিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম।

উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেস ক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, কলেজ ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য প্রবাসী দুলাল আলী, রহিম আলীসহ অনেকেই। কলেজ প্রভাষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নজির আহমদ, রিয়াদ মাহমুদ, সুশান্ত বৈদ্য, বিদ্যুৎ চন্দ্র পাল, নুপুর রায়, জন্মজয় রায়, শারমিন জাহান শীলা, ব্যবস্থাপনা পরিচালক নিরুপম দেব, শলিল বরন দাশ, শাহজাহান চৌধুরী।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরাসহ কলেজ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ মানব বন্ধনে অংশ গ্রহন করেন। মানব বন্ধনে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন নবীগঞ্জ ও বাহুবলকে জঙ্গি মুক্ত করতে প্রশাসনের সহযোগিতায় আমরা যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। যদি কেউ কোন জঙ্গির সন্ধান দিতে পারেন তাহলে ৫০ হাজার টাকা পুরস্কার দিবেন বলে ঘোষনা দেন এমপি মুনিম চৌধুরী বাবু।

http://www.anandalokfoundation.com/