বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ ৮ নং সদর ইউনিয়নের সভাপতি শ্রী শ্যামল চক্রবর্তীর স্বর্গীয় পিতৃদেব চিত্ত রঞ্জন চক্রবর্তী, মাতা পুস্প রানী চক্রবর্ত্তী ও ভ্রাতা রিংকু চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় আদিত্যপুর নিজ বাড়ীতে ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ ও লীলা সংকীর্তন অনুষ্ঠান ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল,শ্রীমদ্ভাগবত গীতাপাঠ,অধিবাসকৃত্য,হরিনাম লীলা সংকীর্তন। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালায় গীতাপাঠ করেন, বাজিতপুর কিশোরগঞ্জের শ্রী মিহির চক্রবর্তী, অধিবাস পরিবেশন করেন, ভুজবল মৌলভীবাজারের শ্রী অজয় কান্তি গোস্বামী।
এতে কীর্তন পরিবশন করেন,শ্রী শ্রী ভোলানাথ চরন আশ্রিত সম্প্রদায় নওগার কুমারী সুর্বনা মন্ডল,শ্রী শ্রী ব্রজরাখাল সম্প্রদায় বগুড়ার শ্রী গোবিন্দ চন্দ্র মোহন্ত,শ্রী শ্রী অমৃতের সন্ধানে জীব সম্প্রদায় সিলেটের শ্রী মিন্টু চক্রবর্তী,শ্রী শ্রী সত্য নারায়ন সম্প্রদায় মৌলভীবাজারের শ্রী সুমন ভট্টাচার্য্য,শ্রী শ্রী কানাই লাল সম্প্রদায় নবীগঞ্জপর শ্রী রজত কান্তি গোস্বামী।
লক্ষী রাবী চক্রবর্তী,শ্যামল চক্রবর্তী,সংকু চক্রবর্তী,পিংকু।চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা সভাপতি শ্রী নারায়ন রায়,সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি,মিন্টু চক্রবর্তী, প্রভাষক শ্রী জন্টু রায়,সহকারী প্রকৌশলী সুব্রত কুমার দাশ,বাউসা ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, সম্পাদক প্রদীপ রায়সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ ও প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।