× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

নবদম্পতি তেলেগু তারকার নাচ, ভিডিও ভাইরাল

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

সাতপাকে বাঁধা পড়লেন তেলেগু তারকা অভিনেতা সায়েশা শেগাল ও আর্য। গত রোববার ভারতের হায়দরাবাদে পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর আয়োজিত হয় অভিজাত ডিনার পার্টি, সেখানে তামিল তারকা আল্লু অর্জুন, কার্থি, সুরিয়াসহ অনেক দক্ষিণী অভিনেতা উপস্থিত ছিলেন। ছিলেন বলিউডের কয়েকজন তারকাও।

নববধূ সায়েশা শেগাল বলিউড তারকা দীলিপ কুমারের স্ত্রী সায়রা বানুর নাতনি। দীলিপ-সায়রার মেয়ে অভিনেতা শাহিনের কন্যা সায়েশা। বিয়ের অনুষ্ঠান নেচে-গেয়ে উদযাপন করেন সায়রা। তাঁর নাচের ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হলো নবদম্পতি সায়েশা-আর্যর নাচ।

সায়েশা পরেছিলেন ঐতিহ্যবাহী লাল-সোনালি রঙের লেহেঙ্গা। ছিলেন বিয়ের গয়নায় উজ্জ্বল। আর্য পরেছিলেন কালো ও সোনালি রঙের শেরওয়ানি। সায়রা বানু পরেছিলেন সোনালি পোশাক।

বিয়ের অনুষ্ঠানে দেখা যায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকেও।

সায়েশার চেয়ে ১৭ বছরের বড় আর্য, বেশ কয়েকটি তেলেগু ছবিতে কাজ করেছেন দুজন। ‘মাদরাসাপাত্তিনম’, ‘রাজা রানি’, ‘বস ইঙ্গিরা বসকরন’ ও ‘আভান ইভান’ ছবিতে কাজ করেন তাঁরা। তামিল সিনেমা ‘গজিনীকান্ত’ করার সময় ২১ বছরের সায়েশা ও ৩৮ বছরের আর্য পরস্পরের প্রেমে পড়েন। এখন তাঁরা ‘কাপ্পান’ ছবিতে একসঙ্গে কাজ করছেন।

বলিউড অভিনেতা সুমিত শেগাল ও শাহিন বানুর মেয়ে সায়েশা। ‘জুঙ্গা’, ‘ভানামাগান’, ‘কাদাইকুট্টি সিংহম’সহ বেশ কয়েকটি তেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন সায়েশা শেগাল। সূত্র : হিন্দুস্তান টাইমস


এ ক্যটাগরির আরো খবর..