সিলেট নগরীর বালুচরে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর সহযোগিতায় এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেট-এর সার্বিক তত্ত্বাবধানে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বালুচর আলোকিত পাঠশালায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত পাঠশালার প্রধান শিক্ষক কাজি সাবিলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেটের অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, আশরাফুল ইসলাম, মুহিবুর রহমান সোয়েব ও আখলাকুর রহমান তুহিন।
এসময় মুক্তার হোসেন মান্না বলেন, স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এই পাঠশালায় শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা। যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না, তাদের নিয়েই এই আলোকিত পাঠশালা গড়ে তুলা হয়েছে।