দুলাল চন্দ্র পাল-স্টাফ রিপোর্টার: জীব বৈচিত্র রক্ষায় পাখিকে নিরাপদ আবাস্থল দিতে হবে। বাড়াতে হবে তাদের বংশ বিস্তার। তাই কয়েকজন পাখি প্রেমিকের উদ্যোগে ধামরাইয়ে পাখিদের নিরাপদ বাসা ও বংশ বিস্তার করার জন্য গাছে গাছে হাড়ি বাঁধা। যেখানে তারা নির্ভয়ে বংশ বিস্তার করতে পারবে।
গত কয়েকদিনে হাঁড়ি বিশেষ কৌশলে গাছের ডালে বসানো হয়েছে। ইতিমধ্যে সেখানে বুলবুলি দোয়েল কোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখিরা বাসা বাধতে শুরু করেছে। ধীরে ধীরে এ কার্যক্রম পুরো ধামরাই জুড়ে করা হবে। পাখিদের নিরাপদ রাখতে প্রথমে ধামরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক উদ্যোগ নেন।
তিনি প্রায় পাঁচ শতাধিক মাটির হাঁড়ি ক্রয় করে থানা চত্বরে গাছে বিশেষ কৌশলে বেধে দেন। কয়েক দিনের মধ্যে ঐ হাড়িতে পাখিরা বসবাস শুরু করে। তার এ উদ্যোগ দেখে ধামরাইয়ে আরো বেশ কয়েকজন পাখি প্রেমিক এ কার্যক্রম শুরু করেছেন।