স্টাফ রিপোর্টারঃ এক পোষাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে ছাত্রলীগ থেকে বহিষ্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের দুটি পক্ষ।
গতকাল পারভেজকে দলের থেকে বহিষ্কারের দাবিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার মাহাবুব তুষারের নেতৃত্বে একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। এর আগে উপজেলা ছাত্রলীগের আরেক যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে পারভেজের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর ফলে ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, পোশাক শ্রমিককে অপহরণের পর ধর্ষনের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজ রবিবার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দুইদিন পরই শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করে ঢাকা জেলা ছাত্র দল।