নওগাঁর ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক নওগাঁর প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যায় শহীদদের স্মৃতিচারণ করে এবং দিবস গুরুত্ব ও তাৎপর্যতুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, মৎস্য অফিসার আইয়ুব আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, মাহফুজুর রহমান, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, তরুন শিক্ষার্থী সাব্বির হোসেন, দিপা দাস প্রমুখ।