× Banner
সর্বশেষ
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা

ধামইরহাটে ১২ হাজার ৭৫৫ পরিবারের ভিজিএফর ৫৭ লক্ষাধিক টাকার নগদ অর্থ বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Cash-distribution-of-VGF.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ্য ও অতি দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ২৯ এপ্রিল বেলা ১১ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে ১ হাজার ৫৪৩ জনের মাঝে নগদ অর্থ বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রারাফিল হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ১২ হাজার ৭৫৫ পরিবারে তালিকাভুক্ত সকলকে ৪৫০ টাকা করে মোট ৫৭ লাখ ৩৯ হাজার ৭৫০ টাকা বিতরণ করা হবে। আজ ধামইরহাট ইউনিয়ন উমার ও জাহানপুরে ও পরবর্তীতে সামাজিক দুরত্ব বজায় নিশ্চিতে সকল অর্থ বিতরণ করা হবে, এছাড়াও করোনায় কর্মহীনদের জন্য বরাদ্দকৃত অর্থ খুব শ্রীঘ্রই বিতরণ করা হবে।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, জাকারিয়া হোসেন, রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..