× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

ধামইরহাটে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন, আটক ১

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Uncle-murder.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা মোস্তফা (৩২) খুন হয়েছে। এ ঘটনায় খুনি রাজু হোসেন (২১) আটক করেছে থানা পুলিশ। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বতাহেরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

ভিকটিম মোস্তফার আপন ভাই মামনুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নেশা করার কথা রাজু’র বাবা এনামুল হক টিটুকে জানানোয় বাবা এনামুল হক রাজুকে বকা দিলে ০৯ এপ্রিল সকাল ৮ টার দিকে রাজু প্রতিবেশী চাচা মোস্তফার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এ সময় মোস্তফাকে দেখতে পেয়ে রাজু চড়াও হয় এবং মারপিট শুরু করে, এক পর্যায়ে রাজু হোসেন ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে মোস্তফাকে ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে মোস্তফা গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা জখমী মোস্তফাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় মোস্তফা মারা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে থানা পুলিশ খুনি রাজু হোসেনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মুমিন জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই মামনুল হক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ক্যাপশনঃ ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাতে চাচাকে খুন করার অপরাধে খুনি ভাতিজা রাজু হোসেনকে আটক করে থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..