14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

ধরিত্রী বাঁচাতে আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে -নৌপরিবহন মন্ত্রী

Rai Kishori
April 20, 2019 8:29 pm
Link Copied!

আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে। দায়িত্ববোধ যদি জাগ্রত না হয়-তাহলে ধরিত্রীকে বাঁচাতে পারব কিনা সন্দেহ রয়েছে। বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’ এর ১৫ বছর পূর্তি উপলক্ষে “পৃথিবী আমার, দেশ আমার, সমাজ আমার, কাজও আমার’’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন যেভাবে বাংলাদেশকে দেখেছেন, চিনেছেন, সেভাবেই গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে সোনার বাংলা গড়ার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং তাঁর আদর্শ, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো বিকৃত করতে তৎকালীন সরকারগুলো বিষোদগার করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং তাঁর নেতৃত্বেই সোনার বাংলা নির্মাণ সম্ভব। তিনি বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব পৃথিবীর কোনো দেশে নেই। প্রধানমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সময় খুবই কম। এ সময় নষ্ট করা যাবে না। যদি আমরা এ সময়কে নষ্ট করে ফেলি, তবে আর কবে ঘুরে দাঁড়াব; সেটি সন্দেহের বিষয়।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের কাছে অর্থ বিত্ত চলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ভাল থাকতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সে ক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।

http://www.anandalokfoundation.com/