× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

ডেস্ক

দেশে গত ৪৫ দিনে ১৫ হিন্দু খুন -সিপিডি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
হিন্দু হত্যা

বাংলাদেশে গত ৪৫ দিনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫ জন সদস্য নিহত হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডগুলো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ ছোট ছোট চরমপন্থী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে বলে দাবী করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ৪৫ দিনে ১৫ হিন্দু খুন

সিপিডির-এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত মাত্র ৪৫ দিনে বাংলাদেশে ১৫ জন সংখ্যালঘু হিন্দু খুন হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতি তিন দিনে একজন করে হিন্দু নাগরিক নিহত হচ্ছেন। এই ঘটনাগুলি ঘটেছে এমন এক সময়ে, যখন দেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রতিবেদনে একের পর এক হত্যাকাণ্ডের তারিখ ও নাম উল্লেখ করে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

নিহতদের একটি বড় অংশই ময়মনসিংহ রোড সংলগ্ন এলাকা থেকে বলে জানা গিয়েছে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার জন্য কুখ্যাত বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি। ধারাবাহিক হত্যাকাণ্ডের পরও প্রশাসনের তরফে দৃশ্যমান কঠোর পদক্ষেপের অভাব রয়েছে বলেই অভিযোগ উঠছে, যা অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।

সিপিডির-এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের সময় যে কঠোর প্রশাসনিক ব্যবস্থা, নাগরিক সুরক্ষা ও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কোনওটাই কার্যকর হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার কার্যত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, যার সুযোগ নিচ্ছে উগ্রপন্থী ও সহিংস গোষ্ঠীগুলি।

সিপিডি বোর্ডের মূল্যায়ন অনুযায়ী, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা দ্রুত কমছে। নির্বাচন ঘোষণার ঠিক আগে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বাংলাদেশের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এ প্রকাশিত প্রতিবেদনেও প্রশ্ন তোলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকার আদৌ সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন আয়োজন করতে পারবে কি না।

উল্লেখ্য, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের ৩০০টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার পরেই মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমান সহিংসতা, সংখ্যালঘু হত্যা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগের মাঝেই বাংলাদেশ এগোচ্ছে এক অত্যন্ত সংবেদনশীল নির্বাচনের দিকে।

এদিকে ১৫ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন Rights & Risks Analysis Group (RRAG) জানায়, হত্যাকাণ্ডগুলো ঘটেছে ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে। বর্তমান পরিস্থিতিতে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ নির্বাচনী অংশগ্রহণ আদৌ সম্ভব কি না—তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। RRAG-এর অভিযোগ, নিহতরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের হামলার শিকার হয়েছেন।

RRAG-এর প্রতিবেদনে নিহতদের নাম ও তারিখ উল্লেখ করা হয়েছে।

সমীর দাস ও প্রলয় চাকি — ১১ জানুয়ারি ২০২৬

জয় মহাপাত্র — ১০ জানুয়ারি ২০২৬

মিঠুন সরকার ও শরত মণি চক্রবর্তী — ৬ জানুয়ারি ২০২৬

রানা প্রতাপ বৈরাগী — ৫ জানুয়ারি ২০২৬

খোকন চন্দ্র দাস — ৩১ ডিসেম্বর ২০২৫

বজেন্দ্র বিশ্বাস — ২৯ ডিসেম্বর ২০২৫

অমৃত মণ্ডল — ২৪ ডিসেম্বর ২০২৫

দীপু চন্দ্র দাস — ১৮ ডিসেম্বর ২০২৫

শান্ত চন্দ্র দাস (১৮ বছর) — ১২ ডিসেম্বর ২০২৫

যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণা রায় — ৭ ডিসেম্বর ২০২৫

প্রান্তোষ কর্মকার ও উৎপল সরকার — ২ ডিসেম্বর ২০২৫

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বয়সসীমা কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত বিস্তৃত। কয়েকটি ঘটনায় চরম নৃশংস পদ্ধতি—যেমন গলা কেটে হত্যা—ব্যবহারের অভিযোগ করা হয়েছে, যাকে RRAG ‘তালেবান-ধাঁচের’ হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে। এই ধরনের ঘটনার শিকারদের মধ্যে রানা প্রতাপ বৈরাগী, শান্ত চন্দ্র দাস, যোগেশ চন্দ্র রায় এবং বয়স্ক ভুক্তভোগী সুবর্ণা রায়ের নাম উল্লেখ করা হয়েছে।

RRAG বলছে, বহু হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত এবং আর্থিক স্বার্থ জড়িত। উদাহরণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমীর দাস ও শান্ত চন্দ্র দাসের মালিকানাধীন অটো ও রিকশা দখলের উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালানো হয়। সংগঠনটির দাবি, নিহতরা অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের হামলার শিকার হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..