13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে অর্থনৈতিক মুক্তি আনতে হলে শিক্ষিত নাগরিক ছাড়া সম্ভব নয় -অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব,কাজী শফিকুল আযম

admin
January 28, 2017 8:13 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি ॥ শিক্ষাই সকল প্রকার কুসংস্কার দুর করে সমাজকে আলোকিত করে। দেশে অর্থনৈতিক মুক্তি আনতে হলে শিক্ষিত নাগরিক ছাড়া সম্ভব নয়। আজকের প্রজন্ম আগামি দিনে এদেশের নেতৃত্ব দিবে। কথাগুলো বলেন,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব,কাজী শফিকুল আযম।  মাগুরার শ্রীপুর চৌগাছী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.এস্কেন্দার আযম বাবলুর সভপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃআহসান উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন শরিফী,শ্রীপুর থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা,দ্বারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন কানন,প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ ও আফরোজা ইয়াসমিন প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, শিশুদের সুশিক্ষিত গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার বিকল্প নেই।

http://www.anandalokfoundation.com/