13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের ৬৪টি জেলাতে সারের বাফার গোডাউন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার

Biswajit Shil
December 8, 2019 4:49 pm
Link Copied!

আপদকালীন মজুদ বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪টি জেলাতে সারের বাফার গোডাউন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম দফায় ১৩টি ও দ্বিতীয় দফায় ৩৪টি গোডাউন নির্মাণ করবে সরকার। বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ রোববার দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে তিন দশমিক আট একর জমির উপর নির্মিত বাফার গোডাউন নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ফসল উৎপাদনে সারের বিকল্প নেই। তাই সংকট দূর করতে সার মজুদ করতে হবে। এ উপলক্ষে নিজস্ব উৎপাদিত ও আমদানি করা সার বিভিন্ন জেলার চাহিদা মোতাবেক স্ব স্ব জেলায় মজুদ রাখা হবে। মূলত এ জন্যই বিসিআইসির নিজস্ব গোডাউন নির্মাণ করা হচ্ছে। এদিকে বিসিআইসি চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুম জানিয়েছেন, ৪৭টি গোডাউন নির্মাণে সরকার প্রায় দুই হাজার ৬শ’ কোটি টাকা ব্যয় করছে। এর ফলে খোলা আকাশের নিচে আর সার ফেলে রাখতে হবে না।

বাফার গোডাউন পরিদর্শনের সময় শিল্প প্রতিমন্ত্রীর সাথে বিসিআইসির কর্মকর্তা ও সার ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যশোরে নির্মিত বাফার গোডাউনটির ধারণ ক্ষমতা ১০ হাজার মেট্রিক টন। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা।

http://www.anandalokfoundation.com/