14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

admin
July 25, 2016 10:02 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ ―এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও মানববন্ধন হয়েছে।

২৪ জুলাই (রবিবার) দুপুরে উপজেলা শহরের বটতলী মোড়ে এই র‌্যালি ও মানববন্ধন হয়েছে। এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিক্ষাথী বিউটি আখতার, মনিষা মনি, আফসানা মিমিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।

http://www.anandalokfoundation.com/