রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে আলোচনা সমালোচনা প্রতিনিয়ত চলছে। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে গুজব শোনা গিয়েছিল।
এরই মধ্যে চলতি মাসে পুতিনের পেট থেকে পানি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয় বলে শোনা যায়।
কেউ কেউ দাবি করেছেন, পুতিন পারকিনসন্স রোগে ভুগছেন। রুশ প্রেসিডেন্টের বিবর্ণ চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে অনেকের আবার দাবি, ব্লান্ড ক্যান্সারে ভুগছেন তিনি।
এ সব নিয়ে জল্পনার মধ্যেই এ বার এক রুশ গুপ্তচর দাবি করলেন, ক্যান্সারের কারণে দ্রুত দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে ৬৯ বছর বয়সী পুতিনের।
এমনকি তার আয়ুও রয়েছে মাত্র তিন বছর। যদিও পুতিনের শারীরিক অসুস্থতা সংক্রান্ত সমস্ত দাবিই নাকচ করে দিয়েছে ক্রেমলিন।