14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় ভক্তদের আহার্য সহায়তার নাম “খয়রাতি” ক্ষুব্ধ সনাতনীরা

Rai Kishori
September 9, 2025 12:49 pm
Link Copied!

বাংলাদেশের ৬৪ জেলায় ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডবে ১৬ হাজার ৪৯৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এতে প্রতিটি মণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ ৫০০ কেজি চাল হিসেবে এই “খয়রাতি চাল” বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে সনাতন ধর্মের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজায় সহায়তার নামে “খয়রাতি” শব্দ ব্যবহারে ক্ষুব্ধ বেশিরভাগ জনগণ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাপ্ত ”খয়রাতি চাউলের মাস্টার রোল” নামক ফরমে খয়রাতি শব্দ উল্লেখ করায় সনাতনীরা বলছেন, আমরা বাংলাদেশের ভূমিপুত্র, এ দেশে ভেসে আসিনি অথচ আজ এ দেশে আমাদের সরকারীভাবে খয়রাতি আখ্যা দেওয়া হচ্ছে!

‘খয়রাত’ শব্দটি আরবি ভাষা থেকে আগত। শব্দটির অর্থ সওয়াব পেতে ভিক্ষা দেওয়া। বাংলাদেশে এই শব্দটা তুচ্ছতাচ্ছিল্য করতে বা গালি অর্থে ব্যবহার হয়।

শুধু বই বা অভিধানের অর্থই যদি শব্দটিতে থাকতো তাহলে কিন্তু খয়রাতি শব্দটি নিয়ে সাম্প্রতিককালের এতো হৈচৈ হতো না।

যেমন দরিদ্র বা গরিব শব্দটি গালি না, কিন্তু ‘ফকিন্নি‘ শব্দটি ঠিকই গালি। দুটো শব্দের মানে একই হলেও শুনতে দুই রকম। ঋণী বললে কেউ হয়তো তেমন কিছু মনে করবে না, তবে তাকে খয়রাতি বললে প্রতিক্রিয়া ভিন্ন।

সাধারণ জনগণের মতে, যেকোন ব্যক্তি তার ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা স্বাভাবিক বিষয়। তাই ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহায়তার নামে খয়রাতি শব্দ ব্যবহার করাটা শুধু দুঃখজনকই না অপমানজনকও বটে। শব্দটি পরবর্তনে কর্তৃপক্ষের নিকট জোরালো অনুরোধ জানান সনাতনীরা।

উল্লেখ্য, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা ছিলো। এবার সারাদেশের ৬৪ জেলায় মণ্ডপের সংখ্যা ১৫২৯টি বৃদ্ধি পেয়ে  সর্বমোট ৩২ হাজার ৯৯০টি হয়েছে।