দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরলেন আশরাফ হাকিমি। গত ৫ নভেম্বর বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোড়ালির চোটে পড়েছিলেন। পিএসজির এই রাইট-ব্যাকের ফেরার দিন বড় জয় পেয়েছে মরক্কো।
গতকাল রাতে আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) রাবাতের উত্তাল প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে জাম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মরক্কো। জোড়া গোল করেছেন অলিম্পিয়াকোসের ফরোয়ার্ড আইয়ুব এল কাবি। এরমধ্যে একটি ছিল চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল। মরক্কোর অন্য গোলটি করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ।
প্রতিযোগিতার এবারের আসরের স্বাগতিক মরক্কো গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে মরক্কো। তিন ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট কেটেছে এই গ্রুপের মালি।
২৭ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। বাঁ দিক থেকে আবদে এজালজৌলির ক্রস এল কাবিকে এড়িয়ে গেলে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা।
ম্যাচের নবম মিনিটেই গোলের খাতা খোলেন এল কাবি। কর্নার থেকে আজেদ্দিন উনাহি বল ভাসিয়ে দিলে দারুণ ডাইভিং হেডে সেটি জালে পাঠান তিনি, জাম্বিয়ার গোলরক্ষক উইলার্ড মওয়ানজার চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
শুরুর একাদশে রিয়াল বেতিসের উইঙ্গার আব্দে এজালজৌলির অন্তর্ভুক্তি মরক্কোর আক্রমণভাগে আলাদা মাত্রা যোগ করে। বার্সেলোনায় দুই বছর কাটানো ২৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে রিয়াল মাদ্রিদের দিয়াজের বোঝাপড়া ছিল দারুণ।
বিরতির পাঁচ মিনিট পরই ব্যবধান ৩-০ করেন এল কাবি। কোমোরোসের বিপক্ষে টুর্নামেন্টের শুরুর ম্যাচে বাইসাইকেল কিকের পর এবারও তিনি করেন এক অবিশ্বাস্য অ্যাক্রোবেটিক গোল। পেছনের দিকে সরে গিয়ে উনাহির ক্রসে লাফিয়ে উঠে লক্ষ্যভেদ করেন তিনি, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে গোটা রাবাত।
৬৪ মিনিটে নুসাইর মাজরাউইয়ের বদলি হিসেবে আশরাফ হাকিমি মাঠে নামার সময় পুরো গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে। মাঠে নামার পরই প্রাণবন্ত দেখায় তাকে । হাকিমির ফেরা মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের জন্য বড় স্বস্তি বটে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠা মরক্কো ৪ জানুয়ারি রাবাতে গ্রুপ ‘সি’, ‘ডি’ বা ‘ই’-এর সেরা তৃতীয় দলের একটির মুখোমুখি হবে।
প্রতিযোগিতার অন্য ম্যাচে কোমোরোসের বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও শেষ দিকে আমাদু হাইদারার বিতর্কিত লাল কার্ডে কিছুটা চাপের মুখে পড়ে মালি। শেষ পর্যন্ত পাঁচ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে ওঠে। দুই পয়েন্ট পাওয়া কোমোরোস তৃতীয় স্থানে থেকে এখন অপেক্ষায়।
এর আগে গ্রুপ ‘বি’-তে মিশর ০-০ গোলে ড্র করে অ্যাঙ্গোলার বিপক্ষে। এই ড্রয়ের পরও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল মোহাম্মদ সালাহরা। একই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ৩-২ গোলে জিম্বাবুয়েকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে।